কৈলাসহর (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর পাখীরবাধা ৬ নং ওয়ার্ড এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরি। নগদ টাকা সহ সামগ্রী লুট করে নিয়ে যায় চোরের দল। থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা যায় কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখীরবাধা ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা বিজেপি দলের বুথ সভাপতি অচিন্ত দেব নামে এক যুবকের ওই এলাকায় একটি দোকান রয়েছে। অভিযোগ কয়েক মাস পূর্বে চোরেরাে দোকানটি চুরির চেষ্টা করে, কিন্তু চোরেরা তখন সফল হয়নি। সোমবার গভীর রাতে দোকানের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা সামগ্রী সহ নগদ টাকা হাতিয়ে নেয়।
দোকান মালিক অচিন্ত দেব জানান প্রতিদিনের মত সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। ভেতর প্রবেশ করে দেখতে পান দোকানে থাকা জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন তার আর বুঝতে অসুবিধা হয়নি যে দোকানে চোরেরা থাবা বসিয়েছে। অচিন্ত দেব আরও জানান, চুরির ঘটনা জানিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ