ভোপাল, ১৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ঘটনাটি ঘটেছে ,ভানপুরের এক ম্যারেজ গার্ডেনে। জানা গিয়েছে , একের পর এক ১০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে আশপাশের বসতবাড়িতে ফাটল দেখা দেয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে গোপনে সিলিন্ডার রিফিল হতো। আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য