দেহরাদূন, ১৩ মে (হি.স.) : উত্তরকাশীর গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে গোমুখ-তপোবন ট্রেকিং পথ খুলতেই ভিড় জমাচ্ছেন ট্রেকার,পর্বতারোহী ও পর্যটকরা। গত ১৫ দিনের মধ্যেই ১০৯৭ জনের বেশি অভিযাত্রী গোমুখ হিমবাহ এবং তপোবনের সৌন্দর্য উপভোগ করেছেন। পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন বরফে ঢাকা থাকায় ট্রেকটি বন্ধ ছিল। ২৫ দিন কঠোর পরিশ্রমের পর শ্রমিকরা বরফ সরিয়ে যাতায়াতের উপযোগী করে তোলেন। এরপর ২৮ এপ্রিল থেকে গোমুখ ট্রেক চালু হয়।
বন দফতর সূত্রে জানা গেছে, এখন পর্যটকরা শুধু হিমবাহ নয়, বিরল প্রজাতির বন্যপ্রাণীর দর্শনও পাচ্ছেন।
---------------
হিন্দুস্তান সমাচার / ফারজানা পারভিন
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য