অমৃতসর, ১৩ মে (হি.স.): পঞ্জাবের অমৃতসরে বিষমদে ১৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অমৃতসরের মাজিথায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। বিষাক্ত মদ পানের জন্য প্রায় ১৭ জন মারা গেছেন। আমরা যে গ্রামে দাঁড়িয়ে আছি সেখানে ৫-৬ জন মারা গেছেন। এটা হত্যার মতো, মৃত্যু নয়। আমরা এখন পর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছি। যারা এটা সরবরাহ করেছিল, যারা এটা মানুষের কাছে এনেছিল, এই শৃঙ্খল সম্পর্কে জানতে পেরে - কে কাকে সমর্থন করেছিল, তাদের যোগান দিল্লিতেও যায়; আমাদের দল দিল্লিতেও গেছে, তাদেরও রেহাই দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, এরা (মৃত) খুবই দরিদ্র পরিবারের সদস্য ছিল, তারা প্রায় একমাত্র উপার্জনকারী ছিল এবং তাদের ছোট বাচ্চা ছিল। টাকা দিয়ে জীবন ফিরিয়ে আনা যায় না, কিন্তু এই পরিবারগুলো হাতে হাত মিলিয়ে বেঁচে ছিল এবং তারা তাদের উপার্জনকারীকে হারিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলিকে প্রত্যেককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেব। অনেক শিশুই খুব ছোট, যদি তাদের রক্তের সম্পর্কের কেউ কাজ করার যোগ্য থাকে, তাহলে তাদের খরচ পরিচালনা করতে সাহায্য করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ