প্রীতমের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা বা রহস্য নেই, জানাল রিপোর্ট
কলকাতা, ১৩ মে (হি.স.): বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা বা রহস্য নেই। প্রাথমিক পর্যবেক্ষণে পর মঙ্গলবার বিকালে তা জানিয়েছেন ময়না তদন্তকারীরা। প্রীতমের ময়নাতদন
প্রীতমের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা বা রহস্য নেই, জানাল রিপোর্ট


কলকাতা, ১৩ মে (হি.স.): বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা বা রহস্য নেই। প্রাথমিক পর্যবেক্ষণে পর মঙ্গলবার বিকালে তা জানিয়েছেন ময়না তদন্তকারীরা।

প্রীতমের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে তাঁর হৃদযন্ত্র, যকৃত, কিডনি আকারে একটু বড়। রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায়। এদিন বিকাল ৪.৪৫ মিনিটে শুরু হয় ময়নাতদন্ত। এর ৬ থেকে ৭ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে তাঁর।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশমর্গে ময়নাতদন্ত হয় সৃঞ্জয়ের দেহের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা বলছেন, তাঁর মৃত্যুর কারণ Acute Hemorrhagic Pancreatitis। এটা কেন হতে পারে ? কারণ, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) কোনওভাবে ফুলে (ইনফ্লামেশন) গিয়েছিল। কোনও সংক্রমণে এরকম হতে পারে। সেই কারণে, চূড়ান্ত করে তাঁরা বলতে পারছেন না।

দিলীপবাবু এদিন বলেন, ছেলেটা সর্বগুণ সম্পন্ন ছিল। এত ভাল ছেলেটা এভাবে চলে যাবে, কল্পনাও করতে পারছি না। তাঁর কথায়, আগের থেকে আমার সঙ্গে ওর পরিচয় ছিল, খেলা দেখাতেও নিয়ে গিয়েছি। ওর প্রতি আমার মোহ তৈরি হয়ে গিয়েছিল। সেটা যে এভাবে শেষ হয়ে যাবে, কল্পনাও করতে পারছি না।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande