দিলীপ-গৃহিনী রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের রহস্যমৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা
কলকাতা, ১৩ মে (হি.স.): দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় মজুমদারের রহস্যমৃত্যু হয়েছে! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। দেহ প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। সল্ট লেকের একটি তথ্য প্রয
দিলীপ-গৃহিনী রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের রহস্যমৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা


কলকাতা, ১৩ মে (হি.স.): দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় মজুমদারের রহস্যমৃত্যু হয়েছে! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। দেহ প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। সল্ট লেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয়। তাঁর ডাকনাম প্রীতম। তিনি মা রিঙ্কু বিয়ে করে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়ার পর থেকে

নিউ টাউনের সাপুরজি আবাসনে একাই থাকতেন। সেখানেই মঙ্গলবার সকালে উদ্ধার হয় তাঁর অচেতন দেহ।

প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের বেসরকারি হাসপাতাল ‘ওহায়ো’-তে। সেখান থেকেই তাঁকে ফিরিয়ে দেন চিকিৎসকরা, বলেন, সরকারি হাসপাতালে নিয়ে যেতে। সূত্রের দাবি, সে সময়ে জ্ঞান ছিল না সৃঞ্জয়ের। সম্ভবত তার আগেই মৃত্যু হয়েছিল তাঁর। এর পরেই তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন মা রিঙ্কুও। ওই হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ খবর পায় পুলিশ। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রীতমের নিয়মিত একটি ওষুধ চলত। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তার মাত্রাতিরিক্ত সেবনেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। সে সময়ে তিনি জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে। সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন, মায়ের বিয়েতে খুবই খুশি তিনি। এই লেখা পর্যন্ত রিঙ্কু মজুমদার বা বাড়ির অন্য সদস্যদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande