আগরতলা, ১৩ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বামুটিয়া এবং হেজামারা ব্লক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকদিনের ঝড় ও শিলা বৃষ্টিতে। কয়েকশো পরিবার ত্রাণ শিবিরে। প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। জনপ্রতিনিধিরাও এলাকাবাসীর সাথে কথা বলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে, মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার বামুটিয়া ব্লক এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, গত দুইদিনে ঝড় ও শিলা বৃষ্টিতে মোহনপুর মহকুমার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। হেজামারা ও বামুটিয়া ব্লক এলাকায় বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। হেজামারা ব্লক এলাকায় ৪টি ত্রাণ শিবিরে ৯৯১ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের অনেকে বাড়িতে ফিরে গেছেন। যাদের কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও গবাদি পশু মারা গেছে তাদের সরকারি সাহায্য দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das