বজ্রপাতের শব্দে আহত আটজন ছাত্রী
কদমতলা (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কুর্তি দ্বাদশ শ্রেণও ফাজিল মাদ্রাসায় বজ্রপাতের বিকট শব্দে আহত ৮ জন ছাত্রী। কুর্তি দ্বাদশ শ্রেণি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরে একটা ত্রিশ মিন
আহত দুই যুবক


কদমতলা (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কুর্তি দ্বাদশ শ্রেণও ফাজিল মাদ্রাসায় বজ্রপাতের বিকট শব্দে আহত ৮ জন ছাত্রী। কুর্তি দ্বাদশ শ্রেণি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরে একটা ত্রিশ মিনিট নাগাদ কুর্তি-কদমতলা এলাকায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রপাতের বিকট শব্দ শুনতে পেয়ে মাদ্রাসার ৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

সাথে সাথে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীর কর্মীদের। প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা আহত ছাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রীদের উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক সন্দীপ দেব ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন।

আহতরা হল মারুফা বেগম, রুমা বেগম, তামান্না ফেরদৌস, জামিলা বেগম, সাজিদা ইয়াসমিন,সোহানা আক্তার, সোমানিয়া বেগম, সোমা বেগম। তারা সকলেই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম,নবম সহ দ্বাদশ শ্রেণিতে পাঠরত। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যায় কদমতলা থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ছাত্রীদের অবস্থা স্থিতিশীল।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande