বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে। নেশা নয়, খেলাধুলাকে আঁকড়ে ধরো। এই আহ্বানে দক্ষিণ জেলার একশটি গ্ৰাম পঞ্চায়েত ও সত্তরটি ভিলেজ কমিটির মধ্যে খেলাধুলার সামগ্ৰী বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার। সাথে ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা ক্রীড়া আধিকারিক রিতেশ শীল, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা। বিশিষ্ট শিল্পী প্রঙ্কা চক্রবর্তীর উদ্ধোধনী সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক রিতেশ শীল। এরপর জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, বিধায়িকা স্বপ্না মজুমদার ও জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বক্তব্য রাখেন।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠ মুখী হওয়ার আবেদন জানিয়ে নেশা ও বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান রাখেন। সমাজের সচেতন নাগরিকরা যদি নেশা সেবন প্রতিহত না করে তাহলে যুব সমাজ নেশার কড়াল গ্ৰাসে ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি বাল্যবিবাহে বিরুদ্ধে অভিযানেও সকল অভিভাবকরা নামতে হবে মাঠে। তাহলে নেশা ও বাল্যবিবাহ সমাজ থেকে চিরতরে বিদায় নেবে। উপস্থিত গ্ৰাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির সদস্যদের হাতে অতিথিরা তুলে দেন ক্রীড়া সামগ্রী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ