গরম থেকে পরিত্রাণ নেই, আর্দ্রতার অস্বস্তিতে কাহিল দক্ষিণবঙ্গ
কলকাতা, ১৩ মে (হি.স.): ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা মহানগরী কলকাতায়, একই রকম অবস্থা শহরতলিতেও। আর্দ্রতার অস্বস্তিতে রীতিমতো কাহিল হয়ে পড়েছে সমগ্র দক্ষিণবঙ্গ। একটু একটু করে বাড়ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত এই গরম থেকে নিস্তার নে
ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বুধ ও বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ১৩ মে (হি.স.): ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা মহানগরী কলকাতায়, একই রকম অবস্থা শহরতলিতেও। আর্দ্রতার অস্বস্তিতে রীতিমতো কাহিল হয়ে পড়েছে সমগ্র দক্ষিণবঙ্গ। একটু একটু করে বাড়ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত এই গরম থেকে নিস্তার নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী ১৫ মে পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। তবে, মঙ্গলবার একধাক্কায় বেশ কিছুটা কমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পচিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায় আগামী ১৫ মে পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। এই সময়ে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ১৪ মে বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ১৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায়।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande