গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অত্যধিক গরমের পূর্বাভাস, তাপের দাপট বাড়বে ঝাড়খণ্ডেও
নয়াদিল্লি, ১৩ মে (হি.স): বিগত বেশ কিছু দিন ধরে পশ্চিমবঙ্গে গরমের দাপট বেশ ভালোই, তাপমাত্রাও অনেক বেশি। এরইমধ্যে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং বি
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অত্যধিক গরমের পূর্বাভাস, তাপের দাপট বাড়বে ঝাড়খণ্ডেও


নয়াদিল্লি, ১৩ মে (হি.স): বিগত বেশ কিছু দিন ধরে পশ্চিমবঙ্গে গরমের দাপট বেশ ভালোই, তাপমাত্রাও অনেক বেশি। এরইমধ্যে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং বিহারের কিছু লাকে গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তর প্রদেশে রাতের আবহাওয়া উষ্ণ থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে, কেরল, কর্ণাটক, রায়লসীমা, পূর্ব রাজস্থান, কোঙ্কন ও গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ায় হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ্ জানিয়েছেন, আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

---------------

হিন্দুস্তান সমাচার / ফারজানা পারভিন

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande