বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
কলকাতা, ১৫ মে (হি.স.): বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গরমের অস্বস্তি জারি থাকবে। তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতি,
Weather


কলকাতা, ১৫ মে (হি.স.): বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গরমের অস্বস্তি জারি থাকবে। তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

বৃহস্পতিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যত্র গরম বজায় থাকবে। শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। আর শনিবারও কম-বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ জেলায় শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande