কদমতলা (ত্রিপুরা), ১৫ মে (হি.স.) : আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা। মা ও ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেল ডাকাত দল। ঘটনায় চঞ্চল্য বিরাজ করছে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়িত।
জানা গিয়েছে, চুড়াইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা প্রয়াত অর্পন পালের স্ত্রী রিতা পাল ও পুত্র অমিত পাল প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। বুধবার রাত আনুমানিক দেড়টা নাগাদ গাড়ির গ্যারাজে শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠলে অমিত পালকে ডাকাত দল মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ড্যাগার ধরে হাত পা মুখ বেঁধে ফেলে। তাঁর চিৎকার শুনে মা রিতা পাল ছুটে আসলে তাঁকেও ডাকাত দল হাত পা মুখ বেঁধে ফেলে।
ঘরের ভিতর থাকা আলমিরার লকার ভেঙে নগদ ৫০,০০০ টাকা, স্বর্ণের চেইন, আংটি, চুড়ি এবং তিনটি মোবাইল নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরবর্তীতে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে রিতা পাল নিজেকে বাঁধন মুক্ত করে ছেলেকে মুক্ত করেন। রাতেই অমিত পাল ঘরে মোবাইল ফোন না থাকায় ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিনের বাসভবনে। সেখানে উনাকে ঘুম থেকে ডেকে তুলে সমস্ত ঘটনা অবগত করেন।
তিনি ছুটে আসেন অমিত পালের বাড়িতে। পাশাপাশি অমিত পাল সমস্ত আত্মীয়-স্বজনদের ঘটনাটি অবগত করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা। বৃহস্পতিবার অমিত পাল লিখিত অভিযোগ দাখিল করেন চুড়াইবাড়ি থানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ