২০২৫-এর এপ্রিলে এনএফ রেলের অধীন পণ্যবাহী ট্রেনের আনলোডিঙে ক্রমাগত বৃদ্ধি অব্যাহত
গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি অৰ্থবর্ষে পণ্যবাহী ট্রেন পরিচালনে ক্রমাগত গতিশীলতা বজায় রেখেছে। চলতি ২০২৫ অৰ্থবর্ষের এপ্রিল মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্যবাহী ট্রেনের ১,২৪৫টি রেক আনলোড করেছে। এর পূর্ববর্তী অৰ্থবর্ষে (২০
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি অৰ্থবর্ষে পণ্যবাহী ট্রেন পরিচালনে ক্রমাগত গতিশীলতা বজায় রেখেছে। চলতি ২০২৫ অৰ্থবর্ষের এপ্রিল মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্যবাহী ট্রেনের ১,২৪৫টি রেক আনলোড করেছে। এর পূর্ববর্তী অৰ্থবর্ষে (২০২৪–২৫) এই জোন পণ্যবাহী ট্রেনের মোট ১৩,০৯১টি রেক সফলভাবে আনলোড করেছে, যা এর স্থিতিশীল পরিচালন দক্ষতা এবং বৃদ্ধিকে প্রতিফলিত করছে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, গত এপ্রিল মাসে অসমে মোট ৬৭৪টি পণ্য পরিবহণকারী ট্রেনের রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩১৫টি রেক আবশ্যক পণ্যের সাথে লোড করা ছিল। ত্রিপুরায় ১১৭টি, নাগাল্যান্ডে ১৬টি, মিজোরামে ছয়টি, মেঘালয়ে দুটি, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আটটি করে রেক আনলোড করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের পশ্চিমবঙ্গে ২৩১টি এবং বিহারে ১৮৩টি পণ্য রেকও ওই মাসে আনলোড করা হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়েছে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ওই মাসের মধ্যে এফসিআই চাল, চিনি, লবণ, ভোজ্য তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, সবজি, অটো, ট্যাংক এবং অন্যান্য পণ্য পরিবহণ করে বিভিন্ন গুডস শেডে আনলোড করা হয়েছে।

শুধুমাত্র সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের জন্য আবশ্যক ও অন্যান্য পণ্যসমূহের নিয়মিত পরিবহণ করা হচ্ছে তা নয়, বরং এই অঞ্চলের স্থানীয় অর্থনৈতিক কার্যকলাপ সচল ও বৃদ্ধি করার জন্যও করা হয়েছে। সমগ্র স্তরে অবিরত নিরীক্ষণের পরিণাম স্বরূপ টার্ণ অ্যারাউন্ড সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতাও বৃদ্ধি পেয়েছে, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande