চিকিৎসক বদলির প্রতিবাদে বিরাশিমাইলে জাতীয় সড়ক অবরোধ
কুমারঘাট (ত্রিপুরা), ১৫ মে (হি.স.) : চিকিৎসককে হাসপাতালে পুনর্বহাল রাখতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। বদলি আটকাতে জাতীয় সড়ক অবরোধে শামিল গোটা গ্রামের মানুষ। পরে প্রশাসনিক আশ্বাসে প্রত্যাহার করা হয় অবরোধ। ঘটনা বৃহষ্পতিবার ধলাই জেলার বিরাশিমাইল এলাকায়।
জাতীয় সড়ক অবরোধ


কুমারঘাট (ত্রিপুরা), ১৫ মে (হি.স.) : চিকিৎসককে হাসপাতালে পুনর্বহাল রাখতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। বদলি আটকাতে জাতীয় সড়ক অবরোধে শামিল গোটা গ্রামের মানুষ। পরে প্রশাসনিক আশ্বাসে প্রত্যাহার করা হয় অবরোধ। ঘটনা বৃহষ্পতিবার ধলাই জেলার বিরাশিমাইল এলাকায়।

বিরাশিমাইল প্রাথমিক হাসপাতালের চিকিৎসক আকাশ ভৌমিককে হাসপাতালে রাখতে আন্দোলনে নামলেন গ্রামের মানুষ। আন্দোলনকারী সাগর দাস জানান, গ্রামের বিস্তীর্ন এলাকার মানুষ পরিষেবা পান এই হাসপাতাল থেকে। কিন্তু সেই অনুযায়ী চিকিৎসক স্বল্পতা রয়েছে হাসপাতালে। এই হাসপাতালে বিগত আড়াইবছর ধরে এলাকার মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন ওই চিকিৎসক। কিন্তু বর্তমানে তাঁকে বদলি করা হচ্ছে নাকারসি পাড়া হাসপাতালে। এর আগেও আকাশ ভৌমিককে বারকয়েক পাঠানো হয়েছিল অন্যত্র। তখন কোন আপত্তি করেননি গ্রামবাসী। কিন্তু এবারে এই ঘটনা আর মানতে পারছেন না তারা। চিকিৎসককে পুনর্বহালের দাবি জোড়ালো করেন তারা।

চিকিৎসক বদলির খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে হাসপাতালের সামনে প্লে-কার্ড হাতে জড়ো হতে থাকেন গ্রামের মানুষ। চিকিৎসকের বদলি আটকাতে তুমুল স্লোগান তোলেন দলমত নির্বিশেষে এলাকার মানুষ। সন্ধ্যারানী পাল নামে এক গ্রামবাসী জানান, বিরাশিমাইল হাসপাতালে তিনজন চিকিৎসক ছিলেন। এরমধ্যে একজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই চিকিৎসক আসার পর থেকে অন্য কোন চিকিৎসক থেকে তেমন একটা পরিষেবা নিতেন না তারা। গ্রামের মানুষকে চিকিৎসা ক্ষেত্রে অনেক সহায়তা করতেন তিনি। তারা চাইছেন এই হাসপাতালেই রাখা হোক চিকিৎসক আকাশ ভৌমিককে।

প্রথমে হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। পরে সেই আন্দোলনের রেশ গড়ায় জাতীয় সড়কে। হাসপাতালের সামনে আন্দোলন করলেও তাদের দাবিতে তেমন আমল দেয়নি প্রশাসন। পরে তারা সেই দাবিতে অবরোধ করেন অসম-আগরতলা জাতীয় সড়ক। দীর্ঘক্ষণ অবরোধের ফলে জাতীয় সড়কে আটকে পরে প্রচুর গাড়ি। শিশুকে কোলে নিয়েই চিকিৎসকের বদলি আটকাতে রাস্তায় আন্দোলনে বসে পড়েন দয়ারানী চাকমা নামে এক মা। তিনি জানান, দিন হোক বা রাত, প্রয়োজন হলেই এই চিকিৎসককে কাছে পান তারা। ডিউটি ছাড়াও মানুষকে পরিষেবা দিতেন তিনি। তাদের অত্যন্ত প্রিয় চিকিৎসক আকাশ ভৌমিক। তাই তার বদলি আটকাতে রাস্তায় বসেন তারা।

এদিকে পুরনো হাসপাতালের দায়িত্ব ছেড়ে নতুন হাসপাতালে যোগ দেবার উদ্দেশ্যে রের হতেই জনতা ঘিরে ধরে আটকে দিল চিকিৎসক আকাশ ভৌমিককে। চিকিৎসক বলেন, এলাকার মানুষের আমার প্রতি ভালোবাসা থেকেই হয়তো তারা রাখতে চাইছেন আমাকে। কিন্তু সরকারি আদেশতো মানতেই হবে আমাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মনু থানার পুলিশ সহ মহকুমা প্রশাসনের কর্তারা। তারা কথা বলেন আন্দোলনকারীদের সাথে। পরে প্রশাসনিকভাবে আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন গ্রামবাসীরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande