হাফলং (অসম), ১৫ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় ভারতীয় সেনাবাহিনীর জনৈক জওয়ানের ওপর গ্রামবাসীদের দলবদ্ধ হামলার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনী যখন দেশবাসীর সুরক্ষায় সীমান্তে নিয়োজিত, ঠিক সে সময় ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসো থানাধীন ছোটলবাং গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে পাশের গ্রামের কিছু উন্মত্ত জনতা ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের জওয়ান গণেশ বাহাদুর ছেত্রীর ওপর দলবদধ হামলা চালিয়েছে। গুরুতরভাবে আহত জওয়ান গণেশ বাহাদুরকে হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা সংগঠিত হয়েছে গতকাল বুধবার ছোটলবাং গ্রামে। সেনা-জওয়ান গণেশ বাহাদুর ছেত্রী ছুটি নিয়ে ছোটলবাং গ্রামে তার বাড়ি এসেছিলেন। এখানে এসে তাঁর নিজস্ব জমিতে একটি ঘর তৈরি করছিলেন। কিন্তু বুধবার হঠাৎ ছোটলবাং-এর পার্শ্ববর্তী গ্রামের কতিপয় উন্মত্ত মানুষ এসে গণেশ বাহাদুর ছেত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়।
এমন-কি মারমুখি গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পাননি গণেশ বাহাদুরের মা ও তাঁর পরিবারের মহিলা সদস্যরাও। খবর পেয়ে উমরাংসো থানা থেকে পুলিশ এসে জমি বিবাদকে আইনের আওতায় এনে সমাধান করার আশ্বাস দেয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ ফিরে যায।
কিন্তু পুলিশ চেলে যাওয়ার পর পুনরায় ওই উন্মত্ত গ্রামবাসীরা ছোটলবাং গ্রামে এসে হানা দিয়ে গণেশ বাহাদুর ছেত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা চালিয়ে ঘরে ভাঙচুর চালায়।
ছোটলবাং গ্রামের বাসিন্দারা তাদের বাধা দিতে যান। তখন পাশের গ্রামের উন্মত্ত জনতা তাঁদের ওপর হামলা চালিয়ে গণেশ বাহাদুর ছেত্রী সহ সুশীল গিরি ও অনন্ত ছেত্রী নামের আরও দুই ব্যক্তিকে গুরুতরভাবে জখম করে। আহত তিনজনকে প্রথমে উমরাংসো হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য হোজাই পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার অসম গোর্খা ছাত্র সংস্থা উমরাংসোতে এক জরুরি সভা করে বুধবার সংগঠিত ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনাকে সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংগঠিত ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে উমরাংসো পুলিশকে এক স্মারকপত্র প্রদান করেছে অসম গোর্খা ছাত্র সংস্থা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব