মণিপুরের চান্দেলে ১০ জঙ্গি ধরাশায়ী, অব্যাহত সেনা–অভিযান, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্ৰ ও গোলাবারুদ
ইমফল, ১৫ মে (হি.স.) : গতকাল বুধবার মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলস-এর গুলিতে ১০ জঙ্গি ধরাশায়ী হওয়ার পর আজ বৃহস্পতিবারও এলাকায় অভিযান চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্ৰ ও গোলাবারুদ। আজ বৃহস্পতিবার কোহিমা-ভিত্তিক
প্রতিনিধিত্বমূলক ছবি


ইমফল, ১৫ মে (হি.স.) : গতকাল বুধবার মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলস-এর গুলিতে ১০ জঙ্গি ধরাশায়ী হওয়ার পর আজ বৃহস্পতিবারও এলাকায় অভিযান চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্ৰ ও গোলাবারুদ।

আজ বৃহস্পতিবার কোহিমা-ভিত্তিক সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রাজধানী ইমফল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে চান্দেল জেলার পাহাড়ি অঞ্চল ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তবর্তী সাধরণ মানুষের নগণ্য বসতি খেংজয় তহশিলের নিউ সামতাল গ্রামে সশস্ত্র জঙ্গি ক্যাডারদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়েছিল স্পিয়ার কর্পসের অধীনস্থ আসাম রাইফেলস। অভিযানকালে আচমকা আসাম রাইফেলস-এর জওয়ানদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। জবাবি গুলি-হামলায় দশ জঙ্গি ধরাশায়ী হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণের আগ্নেয়াস্ত্ৰ ও গোলাবারুদ, জানান আধিকারিক।

তিনি জানান, সংঘর্ষস্থল ও পার্শ্ববর্তী এলাকায় আজও নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। সেনা আধিকারিক জানান, নিহত জঙ্গিদের এখনও শনাক্ত করা যায়নি। জানা যায়নি নাম-ধাম ইত্যাদি। তবে অভিযানের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছেন তাঁরা, জানান সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিকটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande