আগরতলা, ১৫ মে (হি.স.) : ফ্ল্যাটের মধ্যে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনা বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরের দুর্গা চৌমুহনী এলাকায়৷ মৃতার নাম অনামিকা আচার্য্য৷ বয়স ২৫ বছর৷ স্বামী রাহুল ভট্টাচার্য৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷
রহস্যজনকভাবে মৃত্যু গৃহবধূর৷ আগরতলা শহরের দুর্গা চৌমুহনী এলাকায় একটি ফ্ল্যাটে স্বামী রাহুল ভট্টাচার্য স্ত্রী অনামিকা এবং এক সন্তানকে নিয়ে থাকেন৷ পরিবারে তেমন কোন অশান্তি ছিল না৷ বেসরকারি ব্যাঙ্কের কর্মী রাহুল বিলোনিয়ায় কর্মরত৷ স্ত্রী অনামিকা শিক্ষকতার চাকরির জন্য বি.এড পড়াশুনা করছে৷ বৃহস্পতিবার সকালে ফ্ল্যাটের মধ্যে অনামিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷
স্বামী রাহুল ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল কলকাতা থেকে বি.এড পরীক্ষা দিয়ে আগরতলায় আসে অনামিকা৷ রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন৷ একমাত্র সন্তান তার দাদু দিদার বাড়িতে ছিল৷ সকাল সাড়ে ছয়টা নাগাদ রাহুল বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বিলোনিয়ার উদ্দেশ্যে৷ স্ত্রী অনামিকা তাকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন৷ সাড়ে সাতটা নাগাদ রাহুল অনামিকার মোবইলে কল করেন৷ কিন্তু, কোন সাড়া পাওয়া যায়নি৷ পরে আত্মীয় স্বজন ফ্ল্যাটে গিয়ে দেখেন ঘরের ভিতরে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অনামিকার মৃতদেহ৷
রাহুল আরও জানিয়েছেন, পাঁচ বছর আগে ভালোবেসে অনামিকার সাথে বিয়ে হয়েছিল৷ ফেইসবুকেই তাদের পরিচয় হয়েছিল৷ বিয়ের পর থেকে তেমন কোন অশান্তি হয়নি৷ কিন্তু, কিছুদিন আগে ফেইসবুকে একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল অনামিকার৷ দুয়েকদিন কথাবার্তাও হয়েছে মোবাইলে ওই যুবকের সাথে৷ এনিয়ে রাহুল ও অনামিকার মধ্যে কিছুটা বিবাদও হয়৷ তারপর পুরো বিষয়টি মিটমাট হয়ে যায়৷ স্বাভাবিক ছন্দে ফিরে স্বামী স্ত্রীর সম্পর্ক৷ এরই মধ্যে আজ এমন ঘটনা৷ তিনি বুঝতে পারছেন না ঘটনার পিছনে কি রয়েছে, জানিয়েছেন রাহুল৷
এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে যেই ফ্ল্যাটে রাহুল এবং অনামিকা থাকেন সেই ফ্ল্যাটের মধ্যেই নাকি এক যুবক থাকে৷ তার দিকে সন্দেহের তীর৷ এই যুবক সম্পর্কে রাহুলও অবহিত আছে, তবে এই ধরনের কোন ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করছেন না৷ তবে ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ