ভালো কাজে রাজনীতির কোনও স্থান নেই : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৫ মে (হি.স.) : জনকল্যাণে কাজ করলে মানুষ তা মনে রাখে। ভালো কাজে রাজনীতির কোনও স্থান নেই। সরকারের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির ফলে আধিকারিকগণ দলীয় আনুগত্য ছাড়া কাজ করার সুযোগ পাবে। বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞাভবনে ২০২৪ সালের টি.সি.এস. ব্যাচের আধিকারিকদে
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৫ মে (হি.স.) : জনকল্যাণে কাজ করলে মানুষ তা মনে রাখে। ভালো কাজে রাজনীতির কোনও স্থান নেই। সরকারের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির ফলে আধিকারিকগণ দলীয় আনুগত্য ছাড়া কাজ করার সুযোগ পাবে। বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞাভবনে ২০২৪ সালের টি.সি.এস. ব্যাচের আধিকারিকদের ৬ মাস প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার এবং সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন টি.সি.এস. আধিকারিকরা। জনকল্যাণমুখী বিভিন্ন নীতি নির্দেশিকা বাস্তবায়নের পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা।

তিনি বলেন, নবনিযুক্ত মেধাবী আধিকারিকরা রাজ্য প্রশাসনে যুক্ত হওয়ায় প্রশাসনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। মেধার পাশাপাশি পরিশ্রম করলে সফলতা আসে তা আজকের অনুষ্ঠানে পরিলক্ষিত হয়। স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে. কে. সিনহা, সিপার্ড-এর অধিকর্তা সচিব অপূর্ব রায়, সিপার্ড-এর রেজিস্ট্রার ড. সুমিত রায় চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০২৪ সালের টি.সি.এস. ব্যাচে মোট ৩০ জন সিপার্ডে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে যোগ দেবেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande