সরকারি কর্মীদের ২৫% ডিএ দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট, আগস্টে ফের শুনানি
নয়াদিল্লি, ১৬ মে (হি.স): রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৬ মে (হি.স): রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই কথা জানিয়েছে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে ১৮ বার ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। চলতি সপ্তাহেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানি প্রয়োজন রয়েছে। এমতাবস্থায় শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande