দুর্দান্ত কৃতিত্ব অর্জন নীরজ চোপড়ার, অভিনন্দন মোদী ও শিবরাজের
নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব অবশেষে পেরোলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী খেলোয়াড়। নীরজের দুর্দা
অভিনন্দন মোদী ও শিবরাজের


নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব অবশেষে পেরোলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী খেলোয়াড়। নীরজের দুর্দান্ত এই কৃতিত্ব অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এক অসাধারণ কৃতিত্ব! দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটারের মাইলফলক অতিক্রম করার জন্য ও নিজের ব্যক্তিগত সেরা থ্রো অর্জনের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তাঁর নিরলস নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের ফল। ভারত আনন্দিত এবং গর্বিত।

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানিয়েছেন, ভারতের সোনালী তারকা, নীরজ চোপড়া ২০২৫ দোহা ডায়মন্ড লিগে প্রথমবারের মতো ৯০ মিটারের মাইলফলক ভেঙে ইতিহাস তৈরি করেছেন। এটি কেবল তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারে একটি অভূতপূর্ব অর্জন নয়, বরং সমগ্র দেশের জন্য এক গর্বের মুহূর্ত। আমি গোল্ডেন বয় নীরজ চোপড়াকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande