গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : বিভিন্ন কর্মসূচি রূপায়নের মধ্য দিয়ে ধলাই জেলার গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট কর্তৃক আয়োজিত সাত দিনের বিশেষ শিবির বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে। শুক্রবার ছিল ওই সাতদিনের বিশেষ শিবিরের তৃতীয় দিন। উক্ত শিবিরের তৃতীয় দিন শুক্রবার এনএসএস ইউনিট, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএফ ১৫৪নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড চন্দ্রশেখর গিরি। উপস্থিত ছিলেন উল্লেখিত ব্যাটেলিয়ানের নায়েক সুবেদার মনীষকুমার। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা। সেকেন্ড ইন কমান্ড চন্দ্রশেখর গিরি বিদ্যালয়ে পৌঁছলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উষ্ণ অভিনন্দন জানান। অনুষ্ঠানের মঞ্চে স্বাগত জানিয়ে প্রধান অতিথি এবং উদ্বোধক চন্দ্রশেখর গিরি ও মনীষ কুমারকে ব্যাজ রিসা পরিয়ে সম্মান জানায় এনএসএস ইউনিটের ভলান্টিয়াররা।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিএসএফ সেকেন্ড ইন কমান্ড চন্দ্রশেখর গিরি। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ। ভারত -পাকিস্তানের বর্তমান আবহে প্রধান অতিথি তথা উদ্বোধক চন্দ্রশেখর গিরির ভাষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন 'সবসে পেহেলে দেশ, বাদমে অর কুচ'। বিএসএফ সেকেন্ড ইন কমান্ড চন্দ্রশেখর গিরি বক্তব্যে এনএসএস -এর সৃষ্টি এবং তার কর্ম কর্তব্য, উদ্দেশ্য ও লক্ষ্য কি তা বিশদে তুলে ধরেন। তাছাড়া বিএসএফ জওয়ানরা কিভাবে কঠোর পরিশ্রম করে আমাদের দেশের সীমান্ত এলাকা পাহাড়া জারি রেখে মাতৃভূমিকে রক্ষা করে চলেছেন তার একটি সাত মিনিটের ডকুমেনটারি প্রদর্শন করে যোগ্য যুবক যুবতিদের সেনা আধাসেনায় যোগ দেওয়ার আহ্বান রাখেন সেকেন্ড ইন কমান্ড চন্দ্রশেখর গিরি।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das