ষাট হাজার টাকার হেরোইন সহ ধর্মনগরে গ্রেফতার দুই যুবক
ধর্মনগর (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : ষাট হাজার টাকার হেরোইন সহ দুই যুবকে গ্রেফতার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ ধৃতরা হল স্থানীয় আলগাপুরের বাসিন্দা জুহন শুক্লবৈদ্য (২২) এবং জয়দীপ দাস (২১)৷ শুক্রবার বিকালে তাদের আটক করেছে পুলিশ৷ ধর্মনগর থানার ওসি স
হেরোইন উদ্ধার


ধর্মনগর (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : ষাট হাজার টাকার হেরোইন সহ দুই যুবকে গ্রেফতার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ ধৃতরা হল স্থানীয় আলগাপুরের বাসিন্দা জুহন শুক্লবৈদ্য (২২) এবং জয়দীপ দাস (২১)৷ শুক্রবার বিকালে তাদের আটক করেছে পুলিশ৷

ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন, শুক্রবার বিকালে পুলিশ ওই দুই যুবককে স্কুটিসহ আটক করেছে৷ তারা দুর্গাপুর থেকে দীঘলবাগ যাচ্ছিল৷ তাদেরকে সন্দেহ হওয়ায় আটক করা হয়৷ তল্লাসি চালিয়ে তাদের হেপাজতে থাকা ২২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে৷

ওসি জানিয়েছেন, উদ্ধার করা হেরোইনের আনুমানিক কালোবাজারি মূল্য ষাট হাজার টাকা৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে৷ আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই নেশা সামগ্রী চোরাচালানের সাথে আর কে কে জড়িত রয়েছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande