ভূজ, ১৬ মে (হি.স.): ভারতের যুদ্ধ নীতি ও প্রযুক্তি এখন পরিবর্তিত হয়েছে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা রাজনাথ সিং। একইসঙ্গে পাকিস্তানকে তহবিল দেওয়ার বিষয়ে আইএমএফ-কেও বার্তা দিয়েছেন রাজনাথ। তিনি বলেছেন, আমি মনে করি পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রাপ্ত তহবিলের একটি বড় অংশ নিজ দেশের সন্ত্রাসী পরিকাঠামোর জন্য ব্যয় করবে। ভারত চায় আইএমএফ পাকিস্তানকে তহবিল দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করুক।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সকালে নতুন দিল্লি থেকে গুজরাটের ভূজে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন। সেখানে তিনি বায়ুসেনার জওয়ান ও অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান অমর প্রীত সিংও। আকাশ-বীরদের উদ্দেশ্যে বক্তৃতায় রাজনাথ সিং বলেছেন, আপনারা সমগ্র দেশকে বিশ্বাস করিয়েছেন 'নতুন ভারত এখন আর সহ্য করে না, বরং পাল্টা জবাব দেয়'। কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে, আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রাজনাথ বলেছেন, সমগ্র বিশ্ব দেখেছে আপনারা কিভাবে পাকিস্তানের মাটিতে অবস্থিত ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছেন। পরবর্তীতে গৃহীত পদক্ষেপে তাদের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনী কেবল নিজেদের শক্তি প্রদর্শন করেনি বরং বিশ্বকে প্রমাণ করে দিয়েছে, এখন ভারতের যুদ্ধ নীতি এবং প্রযুক্তি পরিবর্তিত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ