বেঙ্গালুরুতে তিরঙ্গা যাত্রার আয়োজন, নেতৃত্ব দিলেন শোভা করন্দলাজে
বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): ভারতীয় সামরিক বাহিনীর পরাক্রমকে সম্মান জানিয়ে বেঙ্গালুরুতে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি ও সম্মান জানাতে শনিবার বেঙ্গালুরুর থানিসান্দ্রায় কর্ণাটক বিজেপি কর্মীদের দ্বারা আয়োজিত তিরঙ্গা যাত্র
বেঙ্গালুরুতে তিরঙ্গা যাত্রার আয়োজন, নেতৃত্ব দিলেন শোভা করন্দলাজে


বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): ভারতীয় সামরিক বাহিনীর পরাক্রমকে সম্মান জানিয়ে বেঙ্গালুরুতে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি ও সম্মান জানাতে শনিবার বেঙ্গালুরুর থানিসান্দ্রায় কর্ণাটক বিজেপি কর্মীদের দ্বারা আয়োজিত তিরঙ্গা যাত্রা মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে।

কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বলেন, আমরা সমস্ত দেশপ্রেমিক আমাদের দল, বর্ণ অথবা ধর্ম নির্বিশেষে সারা দেশে তিরঙ্গা যাত্রা আয়োজন করছি। আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি এবং আমাদের দেশের নিরাপত্তার জন্য তাদের এবং সরকারকে আশীর্বাদ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande