সুদীপকে সরানো হল কলকাতা উত্তরের সভাপতি থেকে
কলকাতা, ১৬ মে (হি.স.): কলকাতা উত্তরের সভাপতির পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হল। তাতে
সুদীপকে সরানো হল কলকাতা উত্তরের সভাপতি থেকে


কলকাতা, ১৬ মে (হি.স.): কলকাতা উত্তরের সভাপতির পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হল। তাতেও রইল চমক। উত্তর কলকাতা তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষকে সেই কোর কমিটিতে রাখা হল না।

কলকাতা উত্তরের দায়িত্বে ৯ জনের কোর কমিটি। সেই কমিটির সদস্য অতীন ঘোষ, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা ও বিবেক গুপ্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande