বীরভূম জেলায় তৃণমূলের সার্বিক দায়িত্ব ৯ জনের কোর কমিটিকে
বীরভূম, ১৬ মে (হি.স.): বীরভূম জেলা সভাপতি পদটিকেই অবলুপ্ত করা হলো তৃণমূলের তরফে৷ যার ফলে আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে থাকছেন না অনুব্রত মণ্ডল৷ তার বদলে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে৷ সেই কোর কমিটির চেয়া
বীরভূম জেলায় তৃণমূলের সার্বিক দায়িত্ব ৯ জনের কোর কমিটিকে


বীরভূম, ১৬ মে (হি.স.): বীরভূম জেলা সভাপতি পদটিকেই অবলুপ্ত করা হলো তৃণমূলের তরফে৷ যার ফলে আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে থাকছেন না অনুব্রত মণ্ডল৷ তার বদলে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে৷ সেই কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়৷ কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল৷ তবে কোর কমিটিতে থাকলেও তৃণমূলের এই পদক্ষেপে অনুব্রতর গুরুত্ব কমল বলেই মনে করা হচ্ছে৷ ওই কোর কমিটিতে অনুব্রতর মতোই সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ-ও৷

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande