বুলন্দশহরে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ৩১ জন
বুলন্দশহর, ১৬ মে (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে একটি ট্রাক ও ডিসিএম গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন, তাঁদের মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর। পুলিশ সুপার (এসপি) তেজবীর সিং বলেছেন, শুক্রবার সকালে জাহাঙ্
বুলন্দশহরে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ৩১ জন


বুলন্দশহর, ১৬ মে (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে একটি ট্রাক ও ডিসিএম গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন, তাঁদের মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর। পুলিশ সুপার (এসপি) তেজবীর সিং বলেছেন, শুক্রবার সকালে জাহাঙ্গীরবাদ থানা এলাকায় বুলন্দশহর-অনুপশহর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। পঞ্জাবের মোদা থেকে শাহজাহানপুর এবং হারদোইগামী যাত্রী বহনকারী একটি ডিসিএম গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে জাহাঙ্গীরবাদ এবং আশেপাশের স্টেশন থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বুলন্দশহর জেলা হাসপাতালে নিয়ে যায়। ৩৪ জন আহতের মধ্যে তিনজন মারা গিয়েছেন।

আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর

ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ১৪ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে, যাদের ভালো চিকিৎসার জন্য পরে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ বিষয়টি তদন্তে ব্যস্ত।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে

বুলন্দশহর জেলার জাহাঙ্গীরবাদ থানা এলাকার রোন্ডা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তথ্য অনুযায়ী, ডিসিএমের যাত্রীরা পঞ্জাবের একটি ভাটিতে কাজ করার পর শাহজাহানপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। এদিকে, সামনে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ডিসিএম-কে জোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মামলার তদন্ত শুরু করে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande