আগরতলা, ১৬ মে (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়ায় শচীন্দ্রনগর এলাকায় একটি আধুনিক ও বিনোদনমূলক পার্ক নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পার্কটি কলকাতার নিকো পার্কের আদলে গড়ে তোলা হবে।
শুক্রবার জিরানীয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে প্রস্তাবিত পার্কটি গড়ে তোলার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শিবায়ণ দাস, পর্যটন দপ্তরের এমডি প্রশান্ত বাদল নেগি, যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায় প্রমুখ।
বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, শচীন্দ্রনগর এলাকায় বিনোদনমূলক পার্কটি গড়ে উঠলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। উদার মনোভাব নিয়ে প্রস্তাবিত পার্কের জন্য জমি ব্যবহারের সুযোগ দিতে জমির মালিকদের প্রতি পর্যটনমন্ত্রী আহ্বান জানান। তিনি জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এই পার্কটি গড়ে তোলা হবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das