'অপারেশন সিঁদুর' সফল হওয়ায় বিলোনিয়ায় তিরঙ্গা যাত্রা
বিলোনিয়া (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : 'অপারেশন সিঁদুর' সফল হওয়ায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। হিন্দু, মুসলিম সহ জাতি, জনজাতি অংশের মানুষেরা এই তিরঙ্গা যাত্রায় অংশগ্ৰহন করেন। তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক কেন্দ্রীয়
তিরঙ্গা যাত্রা


বিলোনিয়া (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : 'অপারেশন সিঁদুর' সফল হওয়ায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। হিন্দু, মুসলিম সহ জাতি, জনজাতি অংশের মানুষেরা এই তিরঙ্গা যাত্রায় অংশগ্ৰহন করেন।

তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান থেকে শুরু করে রাজ্যের সংখ্যালঘু ও সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তাপস দেব সহ অন্যান্য নেতৃত্বরা তিরঙ্গা যাত্রায় অংশ নেন।

এছাড়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বিজেপির সাতটি মন্ডলের সভাপতি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও কার্য কর্তারাও এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। পহেলগামে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা বীর যোদ্ধাদের ভুমিকায় কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে তিরঙ্গা যাত্রা সংগঠিত করে বিজেপি দক্ষিণ জেলা কমিটি।

জেলা সদর বিলোনিয়ার কালীনগর নতূন মোটর স্ট্যান্ড থেকে শুক্রবার সংগঠিত হয় এই তিরঙ্গা যাত্রা। দেশাত্মবোধক গান ও হাতে জাতীয় পতাকা নিয়ে শত শত নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে মিছিলে অংশ নেন। সবার মুখে একটা স্লোগান পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্থান জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande