অপারেশন সিঁদুর-এর ভূয়সী প্রশংসা এবিভিপি অসমের
‘ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান দেশের গৌরব ও বীরত্বের প্ৰতীক’ গুয়াহাটি, ৭ মে (হি.স.) : পহেলগামে সংগঠিত ইসলামিক সন্ত্ৰাসবাদী আক্ৰমণের প্ৰতিশোধ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্ৰাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর নিখুঁত ও নিৰ্ণায়ক প
অপারেশন সিঁদুর-এর ভূয়সী প্রশংসা এবিভিপি অসমের


‘ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান দেশের গৌরব ও বীরত্বের প্ৰতীক’

গুয়াহাটি, ৭ মে (হি.স.) : পহেলগামে সংগঠিত ইসলামিক সন্ত্ৰাসবাদী আক্ৰমণের প্ৰতিশোধ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্ৰাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর নিখুঁত ও নিৰ্ণায়ক প্রত্যাঘাতকে স্বাগত জানিয়ে অপারেশন সিঁদুর-এর ভূয়সী প্রশংসা করেছে অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদ (এবিভিপি) অসম।

এবিভিপি-র অসম প্ৰদেশ সম্পাদক হেরল্ড মহন বলেন, সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে ভাপতের শূন্য সহনশীল নীতির প্ৰতীক ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে স্পষ্ট করেছে, ভারত কোনওভাবেই নিজেদের নাগরিকদের সুরক্ষা এবং জাতির মৰ্যাদার ক্ষেত্ৰে আপস করে না। এই অভিযানের বলে সেনাবাহিনী সীমা অতিক্ৰমকারী সন্ত্ৰাসবাদীদের ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছে, যা কেবল প্ৰতিশোধমূলকই নয়, সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের প্ৰমাণও।

হেরল্ড মহন বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ প্রমাণ করেছে, ভারত কোনওভাবেই সন্ত্ৰাসবাদ এবং জিহাদি উন্মাদনা সহ্য করে না। আমাদের সেনাবাহিনীকে নিয়ে গৌরবান্বিত আমরা। ক্রস-বর্ডার অতিক্ৰম করে সন্ত্ৰাসীদের দুৰ্গ ধুলিস্যাত করে দেশবাসীর মনোবল বৃদ্ধি করেছেন পরাক্রমী সেনারা। ভারতীয় সেনার এই ঐতিহাসিক অভিযানকে উষ্ণ স্বাগত জানিয়েছে এবিভিপি।’অপারেশন সিঁদুর-এর ভূয়সী প্রশংসা এবিভিপি অসমেরঅপারেশন সিঁদুর-এর ভূয়সী প্রশংসা এবিভিপি অসমের

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande