কলকাতা, ৮ মে (হি.স.): বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে গরম। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোনও জেলায় তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আবহাওয়া থাকবে গরম। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওই দিন গরমের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্র এবং শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ