পটনা, ৮ মে (হি.স.) : ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, তারই অংশ হিসেবে পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরেও জারি হয়েছে হাই অ্যালার্ট। সিআইএসএফ জওয়ানরা প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগের সাহায্যে পর্যবেক্ষণ করছেন, চলছে যাত্রীদের তল্লাশি।
সতর্কতার কারণে বাতিল করা হয়েছে ৭ টি বিমান । ফলে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও অসুবিধা। যদিও পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। তাদের কথায়, ভারতীয় সেনার পদক্ষেপে আমরা গর্বিত। প্রসঙ্গত, আগামী কয়েক দিন দেশের অন্যান্য বিমানবন্দরের মতো পটনাতেও বাড়তি নিরাপত্তা বজায় থাকবে। যাত্রীদের আগাম বিমানের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য