গণ্ডাছড়ায় শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার
গণ্ডাছড়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল ধলাই জেলার গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। আয়োজক ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং সহযোগীতায় ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিদ্যালয়ের সাংস
সেমিনার অনুষ্ঠিত


গণ্ডাছড়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল ধলাই জেলার গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। আয়োজক ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং সহযোগীতায় ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর।

বৃহস্পতিবার বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সদস্যা কনিকা দেববর্মা, রিসোর্স পার্সন সূচিত্রা ত্রিপুরা, রইস্যাবাড়ি বিদ্যালয় পরিদর্শক ব্রজমোহন মুড়াসিং,বিশিষ্ট সমাজসেবী ধন্যমানিক ত্রিপুরা, শিক্ষক সংসদের সম্পাদক লবাজয় রিয়াং এবং বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা।

সেমিনারে সমস্ত বক্তারা শিশুর সুরক্ষা, অপ্রাপ্ত বয়সে বিয়ের সমস্যা, নেশার কুঅভ্যাস ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande