আগরতলা, ৮ মে (হি.স.) : ভালো কাজের প্রশংসা করা উচিত। পাশাপাশি সমালোচনা করার ক্ষেত্রেও মানবিকতাবোধ থাকা প্রয়োজন। বৃহস্পতিবার আগরতলায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজা শাখা কার্যালয়ে ওয়ার্ল্ড রেডক্রস ডে উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
রাজ্যের আরও ৭টি জেলায় রেডক্রস সোসাইটি আয়োজিত রক্তদান শিবিরের তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন। তিনি রেডক্রস সোসাইটির প্রতিনিধি এবং রক্তদাতাদের সাথে কথা বলেন ও তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শৈশব থেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক মূল্যবোধে বিকশিত হওয়ার শিক্ষা দিতে হবে। তবেই তারা বড় হয়ে সুন্দর সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। এর পাশাপাশি সেবামূলক মনোভাব নিয়ে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখার চেয়ারম্যান বিমল কান্তি রায়, শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সহ সভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জী প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ