আগরতলা, ৮ মে (হি.স.) : আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে দাবিহীন ব্যাগে মিলল আটটি পিস্তুল এবং ষোলোটি ম্যাগজিন৷ বৃহস্পতিবার আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এই পিস্তল ও ম্যাগজিন বাজেয়াপ্ত করে৷ তবে কে বা কারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে তা এখনও পুলিশ সনাক্ত করতে পারেনি৷
বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ফিরোজপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছে ভোর চারটা নাগাদ৷ এরপর আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ রুটিন তল্লাসির সময় ওই এক্সপ্রেসের একটি কোচে দাবিহীন অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে৷ সাথেসাথেই ব্যাগ খুলে দেখা যায় আটটি পিস্তল এবং ষোলোটি ম্যাগজিন৷ তাছাড়া মোবইল চার্জার এবং কিছু জামাকাপড় ও ঔষধ রয়েছে৷ জিআরপি থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
ওসি তাপস দাস জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে৷ তবে যেখানে ব্যাগটি পাওয়া গিয়েছে সেটি জেনারেল কমরা৷ তাতে কোন বুকিং কিংবা সিট নম্বর থাকে না৷ তাই তদন্তে একটু সমস্যা হচ্ছে৷ তবে আরপিএফ সহ রেলওয়ে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে৷
প্রসঙ্গত, এর আগেও আগরতলা রেল স্টেশনে আগ্নেয়াস্ত্র সহ যাত্রী গ্রেফতারের ঘটনা ঘটেছে৷ আটটি পিস্তল উদ্ধারের ঘটনা নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷ ত্রিপুরায় এই আগ্নেয়াস্ত্র আমদানির নেপথ্যে কি রয়েছে প্রশ্ন তুলছে তথ্যাভিজ্ঞ মহল৷ তবে একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, এই আগ্নেয়াস্ত্র মূলত বাংলাদেশে চোরাচালন করা হয়৷ সেখান থেকে অন্য রাষ্ট্রে চালান করা হয়৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ