বিলোনিয়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : রেডক্রস সোসাইটির জনক হেনরি ডুনান্ট জন্মদিন উপলক্ষে প্রতিবছর ৮ মে বিশ্ব রেডক্রস দিবস পালিত হয়। এদিন হেনরি ডুনান্টকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। বিশ্ব রেডক্রস দিবসকে সামনে রেখে ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার দক্ষিণ ত্রিপুরা জেলার সোসাইটির পক্ষ থেকে বিলোনিয়াতে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসুচি।
বৃহস্পতিবার বিলোনিয়া পুরাতন টাউন হলে সোনারতরী মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক ভাবে সুচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। এরপর বিশ্ব রেডক্রস সোসাইটির জনক হেনরি ডুনান্টের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। মনবতা বোধের জন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি রক্তদানের মতো মহৎ কর্মসুচির উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা।
বিশেষ করে রেডক্রস সোসাইটির জেলা সদস্য তথা কোষাধ্যক্ষ অলক রায় এই রক্তদান শিবিরের পরিচালনা করেন। জেলা সদস্যের উদ্যোগে এই ধরনের কর্মসূচিতে খুশি অতিথিরা। আলোচনা শেষে শিবির উপস্থিত রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন অতিথিরা।
রেডক্রস সোসাইটি দক্ষিণ জেলা কমিটির আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মোঃ সাজাদ পি, বিলোনিয়া পুর পরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সমাজ সেবক দীপায়ন চৌধুরী, রেডক্রস সোসাইটির কর্মকর্তা তথা প্রাক্তন প্রধান শিক্ষক লক্ষণ মালাকার সহ অন্যান্যরা। আজকের এই রক্তদান শিবিরে ৩৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das