নওশেরা, ৯ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের নওশেরা সেক্টরে পাকিস্তানের দুটি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ভারত-পাক উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। সীমান্তে উত্তেজনা চরমে।
উল্লেখ্য, পাক হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের লাহৌর, সিয়ালকোট, ইসলামাবাদে পাল্টা আঘাত হানে ভারত। পাকিস্তানের হামলা শুরু হতেই জম্মু ও কাশ্মীর, রাজস্থান, ও পঞ্জাবের পাশাপাশি গুজরাটের কচ্ছে সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করা হয় আলো। বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য