বিলোনিয়ায় সৃজন ড্যান্স একাডেমির নৃত্য উৎসব
বিলোনিয়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার স্বনামধন্য নৃত্যকলা একাডেমি সৃজন ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে দুদিন ব্যাপী নৃত্য উৎসব। শুরু হয় বিলোনিয়ার আর্য্য কলোনিস্থিত শচীন দেববর্মন অডিটোরিয়ামে।
নৃত্য উৎসব


বিলোনিয়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার স্বনামধন্য নৃত্যকলা একাডেমি সৃজন ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে দুদিন ব্যাপী নৃত্য উৎসব। শুরু হয় বিলোনিয়ার আর্য্য কলোনিস্থিত শচীন দেববর্মন অডিটোরিয়ামে।

সৃজন ড্যান্স একাডেমির শিল্পীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অতিথি, সংগীতশিল্পী ও গুণীজনদের সন্মাননা প্রদান করা হয়।

সৃজন ড্যান্স একাডেমির কর্ণধার রাহুল মজুমদার দুদিন ব্যাপী নৃত্য উৎসব পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে সৃজন ড্যান্স একাডেমির শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। নৃত্যানুষ্ঠানে অভিবাবক, বিশিষ্ট গুনীজনদের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নেয় সৃজন ড্যান্স একাডেমির এই নৃত্য উৎসব।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande