কলকাতা, ৮ মে (হি.স.): বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার নবান্ন ঘোষণা করল, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।
ভারত-পাক সম্ভাব্য যুদ্ধের আবহে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছিলেন। সেই মর্মে বিজ্ঞপ্তি তৈরি হলেও বৃহস্পতিবার তা জারি করল নবান্ন। শারীরিক অসুস্থতা বাদ দিয়ে সরকারি কর্মীরা আর কেউ এই মুহূর্তে ছুটি পাবেন না, ঘোষণা করে দিল নবান্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত