সেনাদের মঙ্গল কামনায় রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন
হাওড়া, ৮ মে (হি.স.): যুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে শান্তির প্রার্থনা ও সেনাদের মঙ্গল কামনায় বৃহস্পতিবার রামরাজাতলার রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় । তবে শুধু জওয়ানদের সুরক্ষাই নয়, ভারতের কারও যেন কোনও ক্ষতি না হয়, প্রত্যেকে সুর
সেনাদের মঙ্গল কামনায় রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন


হাওড়া, ৮ মে (হি.স.): যুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে শান্তির প্রার্থনা ও সেনাদের মঙ্গল কামনায় বৃহস্পতিবার রামরাজাতলার রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ।

তবে শুধু জওয়ানদের সুরক্ষাই নয়, ভারতের কারও যেন কোনও ক্ষতি না হয়, প্রত্যেকে সুরক্ষিত থাকেন, সেই প্রার্থনাও করা হয় এদিন। সূত্রের খবর, এ ব্যাপারে উদ্যোগী হন হাওড়া সদর বিজেপির জেলা সভাপতি।

পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। প্রথমেই পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়। তারপরই মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande