দুর্গাপুরে গৃহবধূর রহস্যমৃত্যু
দুর্গাপুর, ৮ মে (হি.স.) : দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত পারদহি এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতার বাপেরবাড়ির অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় স্বামী-শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ
দুর্গাপুরে গৃহবধূর রহস্যমৃত্যু


দুর্গাপুর, ৮ মে (হি.স.) : দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত পারদহি এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতার বাপেরবাড়ির অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় স্বামী-শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম মায়া ঘোষ (২৮)। তাঁর বাপের বাড়ি কমলপুর গ্রামে। দুই বছর আগে পারদহি এলাকার সুশোভন মাইতির সঙ্গে তাঁর বিয়ে হয়।

বৃহস্পতিবার দুপুরে মায়ার মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাপেরবাড়ির লোকজন ছুটে যান শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে তাঁরা ঝুলন্ত অবস্থায় মায়ার দেহ দেখতে পান। এরপরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন তাঁরা। উত্তেজিত জনতা বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে নিউটাউনশিপ থানার পুলিশ এবং পরে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মায়ার স্বামী সুশোভন, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মায়ার বোন প্রতিমা ঘোষ জানান, সকাল থেকে দিদিকে মারধর করা হয়। পরে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউনশিপ থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande