তিন লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার যাত্রাপুরে
বক্সনগর (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ আবারও প্রমাণ করল তাদের তৎপরতা ও নিষ্ঠা। বুধবার গভীর রাতে যাত্রাপুর থানার পুলিশ শুকনো গাঁজা বোঝাই ইরটিগা গাড়ি আটক করতে সক্ষম হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬২ কেজি শুকনো গাঁজা উদ্
গাঁজা উদ্ধার


বক্সনগর (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ আবারও প্রমাণ করল তাদের তৎপরতা ও নিষ্ঠা। বুধবার গভীর রাতে যাত্রাপুর থানার পুলিশ শুকনো গাঁজা বোঝাই ইরটিগা গাড়ি আটক করতে সক্ষম হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। গাড়িটির নম্বর টিআর০৭এ০৭০২।

থানা সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির কারণে সোনামুড়া থেকে যাত্রাপুরগামী একটি গাড়িকে নিদয়া বাজার সংলগ্ন এলাকায় টহলরত পুলিশ থামতে সিগন্যাল দিলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে ভবানীপুর না গিয়ে ঘুর পথে মনোয়াটিলা সড়ক ধরে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথকে খবর পাঠানো হয়।

তৎক্ষণাৎ আরেকটি টহলদারি গাড়ি টিএসআর জোয়ানদের নিয়ে ভবানীপুর হয়ে মনোয়াটিলা রোডে অভিযানে নামে। দুই দিক থেকে পুলিশের ধাওয়ায় পড়তেই চালক গাড়ির এক চাকা বিস্ফোরিত হওয়ার সুযোগে গাড়ি ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পুলিশের তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় তিনটি বস্তাভর্তি ৬২ কেজি শুকনো গাঁজা। রাত প্রায় তিনটা নাগাদ পুলিশ গাড়িটি থানায় নিয়ে আসে। এই অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অমর কিশোর দেববর্মা এবং বেশ কয়েকজন টিএসআর জওয়ান।

বৃহস্পতিবার যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, আমাদের নজরদারি প্রতিটি এলাকায় বাড়ানো হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে। আমরা সন্দেহ করছি, এই গাঁজাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। চালক পলাতক থাকলেও খুব শীঘ্রই তাকে আটক করা হবে—এটাই আমাদের অঙ্গীকার।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande