দেহরাদুন, ৮ মে (হি.স.) : উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে মন্দাকিনী নদীর তীরে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি আবার শুরু হয়েছে। ২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ের পর বন্ধ থাকা এই আরতি এবার শ্রী কেদার সভা ও মন্দির কমিটির উদ্যোগে পুনরায় চালু হয়েছে।
খারাপ আবহাওয়ার মধ্যেও ভক্ত, পুরোহিত ও মন্দিরের কর্মীরা তাতে নিয়মিত অংশ নিচ্ছেন। মন্দির কমিটি জানিয়েছে, এই বছর মন্দির যতদিন খোলা আছে, গঙ্গা আরতি প্রতিদিন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য