টেট পরীক্ষায় অনিয়ম, সরানো হল প্রধান শিক্ষক সহ দুজনকে
আগরতলা, ৭ মে (হি.স.) : টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত টেট-টু পরীক্ষায় অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। এই পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শাস্তি হিসেবে একজন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষককে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
টেট পরীক্ষায় অনিয়ম, সরানো হল প্রধান শিক্ষক সহ দুজনকে


আগরতলা, ৭ মে (হি.স.) : টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত টেট-টু পরীক্ষায় অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। এই পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শাস্তি হিসেবে একজন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষককে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বুধবার এক প্রেস রিলিজে বলা হয়েছে, বিগত ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত টি-টেট ২০২৪ পেপার-টু পরীক্ষায় গোমতী জেলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে পরিবেশিত হয়েছে। এই অভিযোগের বিষয়টি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা কর্তৃপক্ষের নজরে এসেছে। এই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যথাবিহিত পদ্ধতি অনুসরণ করে তদন্তের কাজ শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখে যথাযথভাবে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছিল। গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক বিস্তারিত তদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরার পক্ষ থেকেও সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিস্তৃত পরিসরে তদন্ত সম্পন্ন হয়েছে এবং তদন্তের রিপোর্ট বিদ্যালয় শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে।

এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক পরিতোষ সাহা এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (ক্লাসিফিকেশন, কন্ট্রোল এন্ড আপিল) রুলস ১৯৬৫ এর ১৪ নং ধারায় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উপযুক্ত শাস্তি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়াও প্রাথমিক শাস্তি স্বরূপ অভিযুক্ত এই দুইজনকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande