গৃহবধূর রহস্যমৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যর উদ্যোগ
মোরাদাবাদ , ৮ মে (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলাতে বৃহস্পতিবার মহদূদ কলমি গ্রামে এক গৃহবধূ রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, রহস্যমৃত্যু সত্বেও পরিবারের সদ্যসরা পুলিশকে তা না জানিয়ে সৎকারে করতে যায় ময়নাতদন্ত ছাড়াই। শেষ মুহূর্তে পুলিশ ঘটনাস্
গৃহবধূর রহস্যমৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যর উদ্যোগ


মোরাদাবাদ , ৮ মে (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলাতে বৃহস্পতিবার মহদূদ কলমি গ্রামে এক গৃহবধূ রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, রহস্যমৃত্যু সত্বেও পরিবারের সদ্যসরা পুলিশকে তা না জানিয়ে সৎকারে করতে যায় ময়নাতদন্ত ছাড়াই। শেষ মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেয় শেষকৃত্যের কাজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গৃহবধূ তার স্বামী বিনোদের সঙ্গে থাকতেন। এদিন সকালে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্বার করে তার স্বামী। পরে পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande