কলকাতা, ৮ মে (হি. স.) কলকাতায় এবার প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রিন্ট বাইনাল আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ললিত কলা অ্যাকাডেমি এবং জাতীয় শিল্প অ্যাকাডেমির উদ্যোগে এই দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এখানে শিল্পীদের পাঁচটি বিশেষ আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি পুরস্কারের অর্থ মূল্য দু লক্ষ টাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ছয় হাজার মুদ্রণ শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানানো হয়েছে। তৃতীয় দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠানের আয়োজক সি এস কৃষ্ণা শেট্টি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত