কলকাতা, ৮ মে (হি. স.): লেক ক্লাবের উদ্যোগে রবীন্দ্র সরোবরে ৫০ তম অল ইন্ডিয়া ইনভাইটেশন ইন্টার - স্কুল রেগাট্টা ১১মে শুরু হচ্ছে, চলবে ১৭ তারিখ পর্যন্ত। প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন শুভাশিস দাশগুপ্ত। তিনি বলেন, ৪৪টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নেবে। তিনটি ইভেন্ট রয়েছে। ডাবল স্কালস এই ইভেন্টে রয়েছে ১৪ জন মহিলা ও ২০ জন পুরুষ। কক্সড ফোরস ইভেন্টে রয়েছে - ১৪ জন মহিলা ও ১৫ জন পুরুষ। তৃতীয় ইভেন্ট - ইন্ডোর রোয়িং এই ব্যাক্তিগত ইভেন্টে সর্বাধিক ১৫০ জন প্রতিযোগী রয়েছেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত