রেল রোকো আন্দোলনে সৃষ্ট ব্যাঘাত রোধে আইনি পদক্ষেপ এনএফ রেলওয়ের
গুয়াহাটি, ৭ মে (হি.স.) : রেল রোকো আন্দোলনের ফলে সৃষ্ট ব্যাঘাত রোধ করতে এক নির্ণায়ক পদক্ষেপ গ্রহণ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে ট্র্যাকে যে কোনও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনি প্রয়োগের সাথে আর্থিক জবাবদিহিতার সমন্বয়ে উত্তরপূর্ব সী
রেলওয়ে ট্র্যাকে নজরদারি আরপিএফ-এর


গুয়াহাটি, ৭ মে (হি.স.) : রেল রোকো আন্দোলনের ফলে সৃষ্ট ব্যাঘাত রোধ করতে এক নির্ণায়ক পদক্ষেপ গ্রহণ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে ট্র্যাকে যে কোনও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনি প্রয়োগের সাথে আর্থিক জবাবদিহিতার সমন্বয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এক ঐতিহাসিক কৌশল শুরু করেছে। পরম্পরাগত প্রতিক্রিয়া থেকে সরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে নাগরিক ক্ষতিপূরণ মামলা দায়ের শুরু করেছে এবং এটি ভারতীয় রেলওয়ের পরিবেশতন্ত্রে এক বিরল পদক্ষেপ, যা ট্রেন পরিষেবা ব্যাহত করার জন্য দায়ীদের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায় করা। এই কাজটি রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) দ্বারা রেলওয়ে আইনের অধীনে ফৌজদারি মামলার পাশাপাশি করা হয়েছে, যাতে এ ধরনের ব্যাঘাতের জন্য কঠোর আইনি পরিণাম নিশ্চিত করা যায়।

আজ বুধবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ সম্পর্কে তথ্য দিয়ে জানান, এই পদক্ষেপের অধীনে দীর্ঘদিনের রেল অবরোধের ফলে সৃষ্ট ক্ষতির জন্য ৫.৯৪ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আলিপুরদুয়ার এবং মালদার দেওয়ানি আদালতে ইতিমধ্যেই দুটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিরোধমূলক প্রভাব দেখা গেছে, এবং চারটি পরিকল্পিত রেল রোকো কার্যসূচি প্রত্যাহৃত হয়েছে। আরপিএফ এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের আইন কার্যালয়ের দ্বারা সমর্থিত সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজারদের (সিনিয়র ডিওএম) নেতৃত্বে পরিচালিত এই সমন্বিত প্রচেষ্টাকে জোনের মধ্যে প্রশাসনিক সংকল্প এবং আইনি উদ্ভাবনের একটি মডেল হিসেবে দেখা গেচ্ছে।

স্থায়ী পদক্ষেপ এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমর্থনের মাধ্যমে ভারতীয় রেলওয়ের সাথে সামঞ্জস্য রেখে উত্তরপূর্ব সীমান্ত রেলওেয় আন্দোলনের জন্য রেলওয়ে ট্র্যাকের অপব্যবহার নিরুৎসাহিত করে বাধাহীন ট্রেন চলাচল নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই জোন রেলপথে নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি যারা এই অঞ্চলের প্রাণরেখা বিপন্ন করে, তাদের জবাবদিহি করতে বদ্ধপরিকর।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande