কলকাতা, ৭ মে (হি.স.): ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী।
তাঁর কথায়, “একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।” তাঁর দাবি, “সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব।” তাঁর মতে, এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা নিজের কথাপ্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের।
তাঁর কথায়, “মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।”
তাঁর এই মন্তব্যে তোপ দেগেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। সায়ন দে এটি শেয়ার করে পৃথক পোস্টে লিখেছেন, “
শোভাবাজারে যাননি কখনও? কোন ব্যাপার নয়। মাঝে মাঝে এমন স্টেটমেন্ট দেখে শোভাবাজারের মাসীদের ছেলেমেয়েদেরকে চিনে নেবেন। ইন্দ্রজিৎ সাহা লিখেছেন, “সোনাগাছি না বলার ধন্য ধন্যবাদ। নচিকেতা তুমি আর চেটো না..।” নচিকেতাকে উদ্দেশ করে মলয় ঘটক লিখেছেন, “আর দালালি করিস না।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত